Advertisement

Responsive Advertisement

অনুচ্ছেদ ৫ – অনুমোদিত কার্যক্রম

৫.১ ফ্যাক্ট-চেকিং SOP (Standard Operating Procedure – ১২ ধাপ)১. রিপোর্ট গ্রহণ (ফর্ম/টেলিগ্রাম)
২. প্রাথমিক যাচাই (১৫ মিনিটের মধ্যে)
৩. ৩ জনের টিম বরাদ্দ
৪. ওরিজিনাল সোর্স ট্রেস
৫. ক্রস-চেক (৫+ নির্ভরযোগ্য সোর্স)
৬. ডিপফেক ডিটেকশন টুল চালানো
৭. রেটিং প্রদান (True/False/Misleading/Altered)
৮. কাউন্টার ন্যারেটিভ তৈরি
৯. ইনফোগ্রাফিক্স/ভিডিও তৈরি
১০. প্রকাশ (ওয়েবসাইট + সোশ্যাল)
১১. গুরুতর হলে সাইবার পুলিশে রিপোর্ট
১২. আর্কাইভে সংরক্ষণ
৫.২ OSINT গাইডলাইন (১৫টি নিয়ম)১–১৫: শুধুমাত্র পাবলিক সোর্স (Google, X, Facebook, YouTube, Wayback Machine, Shodan, Maltego, IntelX, Bellingcat টুল) ব্যবহার
১৬–৩০: কখনো প্রাইভেট অ্যাকাউন্ট হ্যাক/ফিশিং/সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা যাবে না
৩১–৩৫: সব তথ্য সংগ্রহের পর সোর্স লিঙ্ক সংরক্ষণ বাধ্যতামূলক
৫.৩ রিপোর্টিং প্রোটোকল (ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আওতায়)
  • সাইবার পুলিশ সেন্টার: cyberpolice.police.gov.bd/report
  • সিটিটিসি: cttc.gov.bd
  • ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেকশন ২৫/২৯/৩১-এর অধীনে রিপোর্ট
  • প্রতিটি রিপোর্টে স্ক্রিনশট, লিঙ্ক, টাইমস্ট্যাম্প বাধ্যতামূলক
  • গুরুতর ক্ষেত্রে সরাসরি হটলাইন ৯৯৯-এ কল
৫.৪ প্রবাসী সহায়তা প্রোগ্রাম (৫টি ফোকাস এরিয়া – ৫০+ সার্ভিস)১. লিগ্যাল ও সোশ্যাল সাপোর্ট (১২টি): ভিসা গাইড, লেবার রাইটস, হয়রানি রিপোর্ট, মানসিক স্বাস্থ্য হেল্পলাইন
২. বিজনেস ও এন্ট্রেপ্রেনিউরশিপ (১০টি): স্টার্টআপ মেন্টরিং, ইনভেস্টর কানেক্ট, পিচ ডেক রিভিউ
৩. ক্যারিয়ার ও এমপ্লয়মেন্ট (১২টি): CV রিভিউ, LinkedIn অপটিমাইজেশন, জব অ্যালার্ট, মক ইন্টারভিউ
৪. এডুকেশন ও অ্যাকাডেমিক (১০টি): স্কলারশিপ গাইড, SOP/LOR রিভিউ, IELTS টিপস
৫. কমিউনিটি ও কালচারাল কানেকশন (৬টি): বাংলা ক্লাস, পহেলা বৈশাখ ইভেন্ট, প্রবাসী চ্যাট গ্রুপ
৫.৫ ট্রেনিং প্রোগ্রাম (১২টি কোর্স – বিনামূল্যে)১. সাইবার মুক্তিযোদ্ধা ১০১ (বেসিক)
২. OSINT ফর বিগিনার্স
৩. ফেক নিউজ ডিটেকশন মাস্টারক্লাস
৪. ডিপফেক শনাক্তকরণ
৫. কালি লিনাক্স বুটক্যাম্প
৬. এথিকাল রিপোর্টিং ও ডকুমেন্টেশন
৭. প্রবাসী সহায়তা কাউন্সেলিং
৮. মেমে ওয়ারফেয়ার
৯. সিকিউর কমিউনিকেশন (Signal, Proton, Tor)
১০. ডিজিটাল ফরেনসিক বেসিক
১১. বাংলা কনটেন্ট ক্রিয়েশন
১২. সেক্টর লিডারশিপ ট্রেনিং (শুধু সাইবার কমান্ডারদের জন্য)
সব কোর্স সার্টিফিকেটসহ, সম্পূর্ণ অনলাইন, রেকর্ডেড + লাইভ।জয় বাংলা!
এই ৫টি কার্যক্রম ছাড়া আর কিছুই করা যাবে না।
স্বাক্ষর: ওসমানী-৭১
তারিখ: ০৭ ডিসেম্বর ২০২৫

Post a Comment

0 Comments